আমি নাহিদ হাসান
LinkedIn অ্যাকাউন্ট খোলা ছিল আমার জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্ত। ২০১৮ সালে CPA মার্কেটিং শেখার সময় LinkedIn একাউন্ট খুলি এবং বিভিন্ন কোম্পানির CEO, CMO, ও মার্কেটিং হেডদের সঙ্গে কানেকশন তৈরি করি।
যদিও CPA মার্কেটিং-এ এগোনো হয়নি, ওয়েব ডেভেলপমেন্টে মনোযোগ দিই কারণ এটি আমার প্যাশন ছিল।
শুরুটা ছিল এমন
ডেভেলপমেন্ট শেখার পর একটি কোম্পানিতে জব পাই, যেখানে LinkedIn মার্কেটিং শিখি এবং ক্লায়েন্ট ম্যানেজ করার অভিজ্ঞতা অর্জন করি। পরে কোম্পানির অভ্যন্তরীণ রাজনীতির কারণে চাকরি ছাড়ি এবং নিজের পথ তৈরি করি।
বাংলাদেশি কোম্পানিতে কাজ করার পর, আমি বিদেশের দুটি কোম্পানির সঙ্গে রিমোট জব করেছি।
এখন শুধুমাত্র LinkedIn-এর মাধ্যমে ক্লায়েন্ট হ্যান্ডল করছি দীর্ঘ পাঁচ বছর ধরে । এই জার্নি আমাকে শিখিয়েছে, সঠিক প্ল্যাটফর্ম ও প্রচেষ্টা দিয়ে সফল হওয়া সম্ভব।
LinkedIn আমার জন্য শুধু একটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম নয়, বরং ক্যারিয়ার গড়ার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার