🐈 ক্যাট মার্কেটিং থেকেও অনেক বড় বড় ক্লায়েন্ট পাওয়া যায় | মার্কেটিং এর কোন শেষ নাই | যে ব্যক্তি বলবে সব মার্কেটিং জানি মনে রাখবেন উনি মার্কেটিং সম্পর্কে অনেক কিছুই বোঝেন না | মার্কেটিং জিনিসটা আমার কাছে মনে হয় প্রতিদিনের শেখার বিষয় |
📍 আপনি আপনার পরিবেশ থেকেও এ মার্কেটিং শিখবেন যেমন আমি বিড়াল 🐈 থেকে একটি মার্কেটিং শিখেছি এবং সেটি এপ্লাই করে আউটপুটো পেয়েছি আশা করি আপনারাও পাবেন যদি বিষয়টা বুঝতে পারেন |
আপনার পোষা বিড়ালটি 🐈 কিন্তু ইঁদুর 🐿 ধরার জন্য কি করে ? মেও মেও করে বলে এই ইঁদুর তোমাকে খেয়ে ফেলবো ? তোমার বাচ্চাকাচ্চা সহ পরিবার-পরিজনের সবাইকে খেয়ে ফেলবো শুধু গর্ত থেকে একবার বের হয়ে এসো | না এসবের কোন কিছুই তিনি করেন না
🤔 তিনি চুপচাপ গর্তের পাশে বসে থাকেন কোন সারা শব্দ করেন না | গর্তের পাশে চুপচাপ বসে থাকে কাউকে বুঝতে দেন না | উনি ভালো করে জানেন উনার উপস্থিতি টের পাইলেই আর ইঁদুর বের হবে না | পারলেও উনি সারা শব্দ করা ছাড়াই তা সুন্দর ইনভারমেন্ট 🏜 সৃষ্টি করে দেন যাতে ইঁদুর গর্ত থেকে বের হয়ে আসে |
✅ ইদুরের এই এই master স্ট্রেটিজি টা আপনি আপনার LinkedIn and other social media টার্গেট করে ইউজ করতে পারেন | আমি খুব ভালো আউট পেয়েছি আপনারাও পাবেন ইনশাল্লাহ process এবার বলতেছি|
👩👩👧 আপনার টার্গেটেড group এ আগে জয়েন হবেন | এরপরে এখানে ইঁদুরের মতো করে একটা ভালো ইনভারমেন্ট ক্রিয়েট করেন ,হেল্প করেন বিভিন্ন মাধ্যমে | বিড়ালের মত করে উপরে থাকবে সুন্দর একটা পরিবেশ কিন্তু মনে মনে থাকবে ইঁদুর ধরার ফাঁদ 🤺 |
🤺 এখন হচ্ছে আপনার ফাইনাল কাজ ইঁদুরের থাবা এবং কামড় দেওয়ার মতো | যখনই ইদুর বেটা গর্ত থেকে বের হয় তখনই বিড়াল খপ করে ধরে ফেলে | কার মিস করে না |
আপনিও এখানে তার অবস্থান বুঝে খপ 🧟♀️করে ক্লাইন্ট হিসেবে ধরে ফেলবেন |
এখানে কিন্তু কোন প্রকার মিস করা যাবে না মিস করলে বিড়ালের মত পস্তাতে হবে | আবার পিছে পিছে দৌড়াতে হবে 🏇 like Tom and Jerry |
😃 যদিও বা মজা করে কথাগুলো বললাম এটাই বাস্তবতা | আমি এভাবে চিন্তা করি client পাই | আশা করি আপনারাও পাবেন |
💊 এখন একটা common question অনেকেই করেন কোন কোন গ্রুপে জয়েন হব করব ? ভাই আপনার সার্ভিস কি সেই অনুযায়ী গ্রুপগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে |
এটা কেউ আপনাকে বলে দিবে না এখানে কয়েকটি কারণ আছে |
এক যে ব্যক্তির গ্রুপগুলো বের করে আউট পাচ্ছে অনেকদিন ধরে রিসার্চ করে, অনেক পরিশ্রম করে বের করেছে | তো কেউই চাইবে না সেগুলো লিস্ট আপনাকে দিয়ে তার কম্পিটিশন বাড়াতে |
🛠 আর এতটুকু পরিশ্রম যদি না করতে পারেন তাহলে আউট অফ মার্কেটপ্লেস কাজ করতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বললাম |
এ প্রত্যেকটি কথা আমার প্রাকটিক্যাল লাইফ থেকে বললাম একটু মজা করে যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন |
🛠 মার্কেটিং এর ব্যাপারটা ম্যাথ এর মত নয় যে এক আর এক যোগ করলে দুই হয় | এটা একটু বোঝার বিষয় বুঝেশুনে কাজ করতে হয় |
❤ সকল ভিন্ন মতালম্বীদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা | ভালো লাগলে আমার strategy গুলো ইউজ করতে পারেন , আর না লাগলে স্কিপ করবেন please |
👉আমার এই গল্পটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন | অফার দিয়ে তাকে বিরক্ত করবেন না ❌সে কিন্তু গর্ত থেকে আর বের হবে না | 😢 অনাহারে আপনাকে মরতে হবে |
👹দিনশেষে বলবেন LinkedIn থেকে ক্লায়েন্ট পাওয়া যায় না | সবাই শুধু ধান্দাবাজি কথাবার্তা বলে |
✍ প্রকৃতপক্ষে ক্যাট মার্কেটিং বলে কোন মার্কেটিং নেই এটি গল্পের মাধ্যমে বুঝেছি তাই এটির আমি নাম দিয়েছি ক্যাট মার্কেটিং |
👉 যদি ভালো লাগে এরকম মজাই মজায় মার্কেটিং শেখা আরো অনেক কিছু লিখব যা আপনাদের অনেক কাজে দিবে এবং অবশ্যই যেগুলো আমি আমার লাইফে ইউজ করি সেগুলো সম্পর্কে বলব |
👉 দিনশেষ আরেকটি কথা বলি – আমাদের অবশ্যই রিডিং হ্যাবিট বাড়াতে হবে রিডিং হেবিট আপনাকে অনেক কিছু শেখাবে যা কোন ভিডিও শেখাতে পারবে না |
🤔 সবাইকে অনেক ধন্যবাদ ক্যাট মার্কেটিং টি কেমন লাগলো কমেন্টে জানাবেন ?